গলসি এলাকার মানুষের সাথে মেল বন্ধন তৈরী করতে উদ্দ্যোগ নিল গলসি থানা গ্রাম রক্ষী বাহিনী। কালি পুজাে কে সামনে রেখে এদিন এলাকার কয়েক হাজার মানুষকে দুপুরে ভোগ খাওয়ানো হয়। এর পাশাপাশি এলাকার এক হাজার দুস্থ মানুষকে শোয়েটার, মশারী ও কম্বল বিতরণ করা হয়। তার সাথে এলাকার স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার ও খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের সন্ধায় অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় তৃতীয় কে পুরস্কৃত করা করেন প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে রাজনৈতিক দলের জন প্রতিনিধিরা।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি