আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কলকাতাতে চলছে দিদিকে বল কর্মসূচি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


143 নম্বর ওয়ার্ড এর দিদি কে বলো অনুষ্ঠান আজ করা হলো ঠাকুরপুকুর কবর ডাঙ্গা তে। 143 নম্বর ওয়ার্ড এর কাউন্সিলার ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যএর নেতৃত্বে আজ এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষ এসে তাদের অসুবিধার কথা কাউন্সিলার কে জানান । 


কাউন্সিলার বলেন অনেক কাজ এখানে বাকি আছে ,অনেক কাজ হয়েছে । মানুষের অসুবিধার কথা শুনেছি চেষ্ঠা করবো যাতে তাড়াতাড়ি দূর করা যায় অসুবিধা। মানুষের জন্য এই অনুষ্ঠান আরো করা হবে এলাকাতে।

See also  রিগিং করে বিজেপি ভোটে জিতবে বলে ঘোষনা করায় সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন তৃণমূল নেতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি