আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশবাসীর মুক্তি প্রার্থনায় গোপীনাথের মন্দিরে পুজো দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ):রোনা ভাইরাস আতঙ্কে জেরবার ভারত সহ গোটা বিশ্ব । গবেষনা চললেও এখনও মারণ ভাইরাস সংক্রমণ থেকে নিস্কৃতি পাবার কোন ওষুধ বা ভ্যাকসিন আবিস্কার হয়নি । ফলত প্রতিদিন বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতি থেকে দেশবাসীর মুক্তিলাভ কামনায় দেবতার দ্বারস্থ হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । মাথায় পুজোর ডালা নিয়ে শুক্রবার বেলায় মন্ত্রী স্বপন দেবানাথ পৌছালেন বহু কলের প্রাচীন পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপের  গোপীনাথের মন্দিরে ।ভক্তিভরে তিনি বাবা গোপিনাথের পুজো দিলেন ।

প্রার্থনাও করলেন । পুজো দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে মন্ত্রী স্বপন দেবনাথ জানালেন , “করোনা  ভাইরাস সংক্রমণের  হাত থেকে গোটা ভারতের মানুষ যাতে মুক্তি পায় সেই প্রার্থনা গোপীনাথের  কাছে জানাতেই হাজির হয়েছি। ”। সম্প্রতি পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানে  যোগ দিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আবার বলেছিলেন , ‘মায়ের প্রসাদ খেলে করোনা ভাইরাস সংক্রমণ হবে না ’।এই মহামারির  সময়ে  রাজ্যের প্রভাবশালী নেতা ও মন্ত্রীরা দেবতার জয়গান গাওয়া শুরু করায় চিন্তিত চিকিৎসক মহল । তারা মনে করছে  নেতা , মন্ত্রীদের দেখে রাজ্যের সর্বত্র যদি এখন পুজো পাঠ ও হোম যজ্ঞের হিড়িক পড়েযায়  তাহলে চরম বিপত্তি তৈরি হবে । 

See also  বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নামে সরকারী রেশনকার্ড তৈরি করেদেবার অভিযোগে গ্রেফতার জালিয়াত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি