করোনা ভাইরাসের কবলে সারা বিশ্ব।মুক্তি পায়নি ভারতবাসীও।এই কঠিন পরিস্থিতির স্বীকার সধারণ মানুষ।প্রধানমন্ত্রীর নির্দেশে লকডাউনও জারি রয়েছে।নচিকেতা চক্রবর্তীর কথায় “পৃথিবীটা নাকি ছোটো হতে হতে,স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী।” হ্যাঁ ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে।যদি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হয় তবে ঘরবন্দী হয়েই থাকতে হবে।এই উদ্দেশ্যকে কার্যকরী করার লক্ষ্যে কলকাতা ৩৩ এর ৫৪/১০A দেশপ্রান শাসমল রোডের শিক্ষাভিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিপ্রা মন্ডল লিখলেন একটি কবিতা।
একতাই বল
ভয় পেয়ো না বঙ্গবাসী
সাহস রাখো মনে ,
একজোটে আজ লড়ব মোরা
করোনা ভাইরাসের সনে ।
ছাড়ব নাতো কাউকে মোরা
ধরব কষে হাল,
কেমন করে টলায় দেখি ..
করে বেসামাল ?
বেরোবোনা বাইরে কেউ
থাকব সবাই ঘরে ,
সদাই মোরা সচেতন থেকে
হাত ধোবো বারে বারে ..
বাড়িতে কাউকে ডাকব না আর
যাব না কারো ঘরে ,
লড়াই করে ভাইরাস দেখি
জেতে কেমন করে !
একটি কথা সবার তরে
শোন দিয়ে মন ..
নিজের মতো চোলোনা কেউ
বেরিয়ো না এখন ।
এই কথাটি মনে রেখো
একতাই বল ,
ভাঙতে বাধ্য হবেই শত্রু
যতই হোক অটল !
যদি থাকো এ সঙ্কটে
একসাথে সকলে..
দেখবে শান্ত হবে ধরা
ভরবে ফুলে – ফলে।।