প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। ভারতেও তার ব্যতিক্রম ঘটেনি। সেই আতঙ্কের জেরেই পূর্ব বর্ধমান জেলা থেকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হল ইতালির তিন মহিলাকে ।ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৭৪ ছুঁয়েছে ।এমন আতঙ্কজনক পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার তিন ইতালিয় মহিলাকে ঘিরে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও ভাতারবাসী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।সেই খবর পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে প্রশাসনের কর্তারা দ্রুত পৌছে যান ইতিলি থেকে আসা ওই মহিলাদের কাছে । বিদেশীনিদের পাসপোর্ট ,ভিসা এবং করোনা আক্রান্ত না হওয়া সংক্রান্ত ডাক্তারি ছাড়পত্র দেখার পরেও প্রশাসনিক কর্তারা কোন ঝুঁকি নিতে চান নি। প্রশাসনিক কর্তাদের নির্দেশে স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠান না করেই ইতালি থেকে আসা তিন মহিলাকে শেষপর্যন্ত রাঁচি ফিরে যেতে হয় ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানাগেছে,ভারতে আসার কারণ সম্পর্কে তিন ইতালিয় মহিলার
কাছে সবিস্তার জানতে চান পুলিশ ও প্রশাসনের কর্তারা ।পুলিশকে তারা জানান ২৭ ফেব্রুয়ারি রাত ২ টো নাগাদ তিন বিদেশী মহিলা দমদম বিমান বন্দরে নামেন ।
সেখানে তাদের স্বাস্থ পরীক্ষা হয় । কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হবার কোন লক্ষণ ধরা না পরায় তিন বিদেশী মহিলাকে বিমানবন্দর থেকে ছেড়ে দেওয়া হয় । দমদম বিমানবন্দর থেকে তিন মহিলা সোজা চলেযান
দুমকা ।সেখানে কয়েকদিন জনজাতিদের বিভিন্ন প্রকল্পের কাজ ঘেরে দেখে রাঁচিতে পৌছান । গত বুধবার বর্ধমানে একটি চার্চে এসে ওঠেন তিন বিদেশীনি ।একই বিষয়ক কর্মসূচিতে যোগদিতে এদিন তারা প্রথমে গুসকরায় যান । পরে পৌছান ভাতারের জামবুনি গ্রামে ।ভাতারের বিডিও শুভ্র চট্টোপাধ্যায় ও ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিকের উপস্থিতিতে তিন বিদেশীনির স্বাস্থ পরীক্ষা হয় ।তাদের পাসপোর্ট , ভিসা সহ অন্য ছাড়পত্রও প্রশাসনিক কর্তারা খতিয়ে দেখেন ।কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও ব্লক প্রশাসনিক কর্তারা কোন ঝুঁকি নিতে চাননি । বিডিও জেলা প্রশাসনের সঙ্গে কথা ইতালির তিন মহিলাকে রাঁচি পাঠানোর ব্যবস্থা করেন ।
জেলার মুখ্য স্বাস্থ আধিকারিক প্রণব রায় জানিয়েছেন ,বিদেশ থেকে যারাই জেলায় ফিরছেন তাঁদের উপর নজরদারি চালানো হচ্ছে । ইতালির তিন মহিলার স্বাস্থ পরীক্ষা করা হয় । কিন্তে করোনা আক্রান্ত হবার কোন লক্ষণ মেলেনি । অযথা আতঙ্কিত হবার কিছু নেই । ওনারা রাঁচি ফিরে গেছেন । স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে শর্মিষ্ঠা সিংহরায় বলেন, ” করোনা ভাইরাস নিয়ে জনমানসে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।সেই আতঙ্কের কারণেই ইতালি থেকে আসা তিন মহিলাকে বিড়ম্বনায় পড়তে হল ।