আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা ভাইরাসের প্রভাবে, মুরগির সেল ভাতারে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভাতার ( আমিরুল ইসলাম ) :- পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে বিগত এক মাস ধরে মুরগির মাংস সেইভাবে বিক্রি নেই। আজ হঠাৎ করে মুরগির মাংসের সেল দিতে শুরু করে ভাতার বাজারের এক ব্যবসায়ী। গোটা মুরগি 55 টাকা কিলো ও কাটা মাংস 100 টাকা কিলো।
তাতেও বিক্রি ভালো হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসাদারা।
ব্যবসায়ী সুকান্ত দাস জানিয়েছেন, আমার এই কয়েক বছরের ব্যবসায় মুরগির দাম এইভাবে নেমে যায়নি ।এলাকায় গুজব ছড়িয়েছে করোনাভাইরাস এর। কিন্তু আমাদের কাছে যে মুরগি আসছে একদম সতেজ মুরগি। মুরগি বিক্রি কমে যাওয়ায় কম্পানি কম দামে বিক্রি করার অনুমতি দিয়েছেন আমাদের কে ।



কারণ মুরগির উৎপন্ন বেশি হচ্ছে কিন্তু বিক্রি নেই ।তাই একটি মুরগি সারাদিনে প্রচুর পরিমাণ খাবার খেয়ে নেয় সেই জন্য মুরগির দাম কমিয়ে সেল দিচ্ছি আজ।
মাইকিং ও পোস্টার লাগিয়ে মুরগির সেলের প্রচার করা হচ্ছে জোরকদমে ভাতার বাজারে ,তবু যেন করোনাভাইরাস এরা আতঙ্কে মানুষ মুরগির মাংস খাচ্ছেনা। কারণ এত কম দামে ও দোকানে সেভাবে ভীড় লক্ষ্য করা যাচ্ছে না । 

See also  করোনা অতিমারির মধ্যেও রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অমান্য করে ঋণ শোধ করতে না পারা মানুষজনকে চাপ সৃষ্টি করে চলেছে ঋণদানকারী সংস্থা - নড়ে চড়ে বসলো প্রশাসন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি