প্রতিনিধি কৃষ্ণ সাহা
এটিএম চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করলো পূর্ববর্ধমানের রায়না থানার পুলিশ।গত বছর ১৬ সেপ্টেম্বর রায়নার বাসিন্দা কৃষ্ণ মাঝির একাউন্ট থেকে দশ হাজার টাকা উঠে যায়।
রায়না থানায় অভিযোগ দায়ের করেন কৃষ্ণা মাঝি। এরপর পুলিশ তদন্ত শুরু করে।
এরপর মোবাইল টাওয়ারের লোকেশন ধরে বীরভূমের লোকপুর থানার নাকুরকুন্দাগ্রাম থেকে বিদ্যুৎ দাস নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে।ধৃত বিদ্যুৎ দাস দাবী করে সে এর সঙ্গে জড়িত নয়।
ঝাড়খণ্ডে বাড়ি তার বন্ধুরা একাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। ধৃতকে এদিন বর্ধমান আদালতে তোলা হয়।