ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্তে মৃত্যু হল একজনের। তিনি কলকাতা পুলিশের আমর্হাস্ট্রিট থানায় কর্মরত এক মহিলা কনস্টেবল। মৃতের নাম রুনু বিশ্বাস।
১১ দিন আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন বাগুইআটি অশ্বিনী নগরের বাসিন্দা রুনু। বুধবার ভোরবেলা বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল সূত্রে খবর,সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ৩২ বছরের রুনু বিশ্বাস।এরপর তাঁকে ভর্তি করা হয় ভিআইপি রোডে ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্য হয় তাঁর।
একই দিনে ডেঙ্গি আক্রান্তে মৃত্যু হয় সাঁতরাগাছির রামকৃষ্ণ লেন এলাকার বাসিন্দা কেয়া গোস্বামীর। ৮ দিন আগে জ্বর হয়েছিল তাঁর। গত সোমবার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে মারা যান তিনি।
গত রবিবার বোটানিকাল গার্ডেনের পি কে রায় চৌধুরি লেনের এক দশ বছরের মেয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান।
পাশাপাশি হাওড়ার ঘুসুড়ি এলাকার দুজন ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। গত মঙ্গলবারও মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।
গত এক সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।