আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

একের পর এক দোকান থেকে মোবাইল ফোন চুরি – গ্রেফতার দুই মেধাবী ছাত্র

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- কের পর এক দোকান থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে গ্রেফতার হল দুই মেধাবী ছাত্র । ধৃতদের একজনের নাম মুজিবর রহমান সেখ। অপর জন মুজিবরের সহযোগী ১৬ বছরের এক কিশোর।দুজনেরই বাড়ি নদীয়ার নবদ্বীপ থানা এলাকায় । সোমবার রাতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ  নবদ্বীপে হানাদিয়ে দুজনকে গ্রেফতার করে ।মঙ্গলবার ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করে হেপাজতে নিয়েছে পুলিশ। দুই  মেধাবী ছাত্র মোবাইল ফোন  চুরি করেছে  জেনে কার্যত হতবাক হয়েযান দোকান  মালিকরা ।
                

পুলিশ  ও স্থানীয়  সূত্রে  জানাগেছে , মন্তেশ্বর থানার মালডাঙ্গা বাজারে রয়েছে  সত্যনারায়ণ নন্দী নামে এক ব্যবসায়ীর মোবাইলের দোকান । ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন , যুবকরা রবিবার রাতে তাঁর দোকানে এসে মোবাইলের কভার দেখাতে বলে ।তিনি পিছন ফিরে মোবাইলের  কভার বের করার সময় দোকান থেকে একটি দামি ফোন হাতসাফাই করে নিয়ে যুবকরা চম্পট দেয়।একই দিনে যুবকরা মন্তেশ্বর বাজারে নির্মল রায়ের জুতোর দোকান ঢুকে  ব্যবসায়ীর  মোবাইল ফোন চুরি করে বলে অভিযোগ ।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দুজনকে চিহ্নিত করে । এরপরেই পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে  রাতে নবদ্বীপে  অভিযান চালিয়ে পুলিশ মুজিবর রহমান ও তার সহযোগীকে  গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে , নবদ্বীপ শিক্ষামন্দিরের দ্বাদশ শ্রেণির ছাত্র মুজিবরের বাবা রেল দফতরের কর্মী । মুজিবরের সহযোগী নবদ্বীপ হিন্দু স্কুলের ছাত্র। দুজনেই মেধাবী ছাত্র হিসাবে এলাকায় পরিচিত । জিজ্ঞাসাবাদে তারা পুলিশ কে জানিয়েছে হাত খরচ জোগাড় করার জন্য তারা চুরিতে হাত পাকাচ্ছিল । 


See also  ১৬ জুন থেকে বিধিনিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল রাজ্য , দেখে নিন এক ক্লিকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি