ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্ট চলাকালীন চোট পান ঋষভ পন্থ। তাঁর ডান পায়ের পাতায় ফ্র্যাকচার ধরা পড়ায় অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এমন পরিস্থিতিতে তাঁর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। শোনা যাচ্ছে, ‘অবাধ্য’ ঈশান কিষাণের আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে ঈশান খুব শিগগিরই জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন। সূত্রের দাবি, “৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টের” স্কোয়াডে ঈশান কিষাণকে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে নির্বাচক কমিটি। তবে প্রশ্ন উঠছে, ধ্রুব জুরেলকে নিয়ে। যেহেতু পন্থ নেই, তাই কিপিংয়ের দায়িত্ব সম্ভবত তাঁর কাঁধেই থাকবে। এ অবস্থায় ঈশান ব্যাকআপ কিপার হিসেবে থাকবেন বলে মনে করা হচ্ছে।

খবরে আরও জানা গিয়েছে, ‘অজিত আগরকর’ ইতিমধ্যেই ঈশানের সঙ্গে কথা বলেছেন। ‘গৌতম গম্ভীর’-এরও এতে সম্মতি রয়েছে। এই মুহূর্তে কাউন্টি ক্রিকেট খেলছেন ঈশান। ‘নর্দাম্পটনশায়ারের হয়ে’ দুটি ম্যাচে তাঁর রান যথাক্রমে ৮৭ ও ৭৭। তবে তাঁর শরীরেও হালকা চোট রয়েছে বলে জানা গিয়েছে। তবুও দ্রুত তাঁকে দলে অন্তর্ভুক্ত করার চিন্তা চলছে।
২০২৩ সালে ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে’ টেস্টে অভিষেক হয় ঈশানের। সেই সফরে একটি অর্ধশতকও করেন তিনি। তবে এরপর মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেন। একই সঙ্গে ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে না নামায় বিসিসিআই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়। যদিও পরে আবার তাঁকে সেই চুক্তিতে ফিরিয়ে আনা হয়। এবার ‘ঋষভ পন্থের চোট’-ই হয়তো ঈশানকে আবার জাতীয় দলে ফেরার সুযোগ এনে দিতে পারে।