সেখ আব্বাস আলী
পূর্ব বর্ধমান:- আউস গ্রাম ২ অঞ্চলে শিবদা গ্রামে আন্ত্রিক রোগে আক্রান্ত ৫৬ জন, তার মধ্যে লক্ষ্ন বাগদি নামে এক ব্যাক্তি মারা মারা যায় ঘটনাস্থলে মেডিকেল টিম এসে গোটা গ্রামজুড়ে চিকিৎসা ও স্বাস্থ্য সুস্থ পেটে খাবার এবং ঔষধ আয়োজন করেন। ইতিমধ্যে শিবদা গ্রামের গ্রামবাসীরা আতঙ্কিত আন্ত্রিক রোগে,এদিন গ্রামবাসীরা জানান এই গ্রামে একটি পুকুর রয়েছে ,যাবতীয় বাড়ির কাজকর্ম এই জলে হয়,অন্যদিকে স্বাস্থ্য বিভাগ ও এলাকা নেতৃত্ব কিছু না জানালেও সূত্রের খবর ওই এলাকাতে বেশ কয়েকটি টিউবওয়েল রয়েছে , সেই টিউবওয়েল থেকে যে জল সেবন করছে গ্রামবাসীরা, সেই জল আর্সেনিকযুক্ত কার্যতঃ সেই জল খাবারের ফলে গোটা গ্রামজুড়ে বমি পায়খানা উপসর্গ নিয়ে গুসকরা স্বাস্থ কেন্দ্রে ভর্তি।