আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এসআইআর লাগু হওয়ার আগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার দায়ে বর্ধমান থেকে গ্রেপ্তার যুবক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান, ৩০ আগষ্ট: মুখ্যমন্ত্রী আগেই সতর্ক করেছিলেন। তার পরেও এজেন্সির নাম করে সন্তর্পণে বাড়ি বাড়ি গিয়ে চলছিল তথ্য যাচাই।এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বর্ধমান শহর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম হিমাদ্রী ঘোষ।

বর্ধমানের শ্রীপল্লীর বাসিন্দা হিমাদ্রীর কাছে থাকা দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে।মামালা রুজু করে পুলিশ শনিবার ধৃতকে পেশ করে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা আদালতে। তদন্তের প্রয়োজনে ধৃতকে পুলিশ হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় তদন্তকারী অফিসার। বিচারক ধৃতকে ৯ দিন পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসনের বক্তব্য,’নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য কোনও সরকারি প্রতিনিধি দল জেলায় পাঠানো হয়নি।তবুও বাড়ি বাড়ি গিয়ে চলছিল নাগরিকদের তথ্য সংগ্রহ। অভিযোগ কখনও জাতীয় নির্বাচন কমিশন,আবার কখনও এন আর সি-র নাম করে কাটোয়া বিধানসভা এলাকার শহর সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের কাছ থেকে বেশ কয়েকজন যুবক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল। বিষয়টি নিয়ে জেলায় কাটোয়ার এক বাসিন্দা পুলিশের কাছে লিখিত
অভিযোগ জানান।লিখিত অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ শুক্রবার রাতে বর্ধমান শহরের আলীশা বাসস্ট্যান্ড থেকে হিমাদ্রী ঘোষ কে পাকড়াও করে কাটোয়া থানার পুলিশ ।

প্রাথমিক তদন্তে পুলিশ কর্তারা জানতে পেরেছেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারী দলে ৬০-৬৫ জন যুক্ত আছে। এরা ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট সহ বাড়ির দলিল দেখতে চাইছিল।কোন ব্যক্তি তাঁদের নথি দেখাতে না চাইলে তাঁদের উপর চাপ সৃ্টি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।যাঁরা তথ্য সংগ্রহ করছিলেন তাঁরা করা,কি তাঁদের পরিচয়, কাদের হয়ে কিজন্যে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন তা বিষদে জানার চেষ্টা চালাচ্ছে কাটোয়া থানার পুলিশ।

তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এ নিয়ে বিজেপিকে কঠগড়ায় তুলেছেন।তাঁর অভিযোগ বিজেপি ভিনরাজ্যের এজেন্সির মাধ্যমে এন আর সি -র নাম করে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ করাচ্ছে। এসব করে এস আই আর- এ ভোটারদেরদের নাম বাদ দিতে সহজ হবে বলে তারা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন শহর ও গ্রামে ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে।

See also  নতুন গ্রামে বোমাবাজি ঘিরে চাঞ্চল্য আহত তিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি