আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গঙ্গা বইছ কেন?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
krishaksetu news bangla
শরদিন্দু ঘোষ
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য করোনার-
মৃতদেহ নিয়েও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
আচ্ছে দিনের নমুনা দেখেও –
যোগী রাজার দম্ভ দেখেও –
নির্লজ্জ অলস ভাবে বইছ কেন?
সহস্র জনতারে-
আন্দোলনের-
মন্ত্র দিয়ে- প্রান্তরে প্রান্তরে-
উদগ্র সংগ্রামী, আর স্বাধীনতাকামী
করে তোলো না কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য করোনার-
মৃতদেহ নিয়েও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
নীতিবিহীন নিরক্ষরের-
ধর্মীয় আস্ফালনের
বিকার দেখেও তুমি মৌন কেন?
সহস্র প্রতিবাদের-
বিক্ষোভের-
মন্ত্র দিয়ে- লক্ষজনেরে-
উদগ্র সংগ্রামী, আর স্বাধীনতাকামী
করে তোলো না কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য করোনার-
মৃতদেহ নিয়েও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
রাষ্ট্র যদি ধর্মকেন্দ্রিক,
বিরোধী যদি, মেরুদন্ডরহিত,
তবে দুঃসহ এই পাষানকে ভাঙো না কেন?
সহস্র দুর্নীতির-
অত্যাচারের-
তথ্য দিয়ে- লক্ষজনেরে-
উদগ্র সংগ্রামী, আর স্বাধীনতাকামী
করে তোলো না কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য করোনার-
মৃতদেহ নিয়েও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
স্রোতস্বিনী কেন নাহি কও?
তুমি নিশ্চয়ই প্রাণহীনা নও
তাহলে, প্রতিশোধ নাও না কেন?
পরিযায়ী শ্রমিকের-
উলঙ্গ শিশুর-
অনাহারকে আলিঙ্গন করা-
প্রতারিত দেশবাসীকে, জাগালে না কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য করোনার-
মৃতদেহ নিয়েও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য করোনার-
মৃতদেহ নিয়েও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
( অতি জনপ্রিয় গানের আধারে রচিত)

 

See also  মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পূর্ব বর্ধমানের জামালপুরে রুপায়িত হল ’দুয়ারে রেশন’ প্রকল্পের পরীক্ষামূলক কর্মসূচী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি