আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অজয় নদে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই বোনের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কার্তিক দাস বৈরাগ্য বর্ধমান ৫ মে

জয় নদে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই বোনের । মর্মান্তিক এই ঘটনাটি
মঙ্গলবার ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বারান্দা গ্রামে ।মৃতরা হল শ্রীলতা ঘোষ(১৬) ও শ্রীলেখা ঘোষ(২০)। একই দিনে দুই মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজন । কেতুগ্রাম থানার পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।

পুলিশ ও পরিবার সূত্রে জানাগিয়েছে ,দুই বোন শ্রীলেখা ও শ্রীলতার বাড়ি মঙ্গলকোটের সারী গ্রামে।তাঁরা গত দু’দিন আগে কেতুগ্রামের বারান্দা গ্রামে মামার বাড়িতে ঘুরতে আসে। এদিন দুপুরে দুই বোনই তাঁদের মামার মেয়েদের সাথে অজয় নদে স্নান করতে যায় । স্নান করতে নেমে হঠাৎতই অজয় নদের গভীর জলে পড়েগিয়ে দুই বোন তলিয়ে যায় । তাঁদের
আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ।

এই ঘটনা জানার পরেই স্থানীয়রা কেতুগ্রাম থানায় খবর দেয়। পুলিশের লোকজন ও এলাকার বাসিন্দারা জলে নেমে দুই বোনের খোঁজ চালানো শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তাঁদের দেহ উদ্ধার হয় । দ্রুত দু’জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিযে যাওয়া হয় ।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকেই মৃত বলে ঘোষণা করেন।

 

See also  এসইউসিআই-এর ১২ ঘন্টার বাংলা বনধে আংশিক প্রভাব পড়ল মালদার হবিবপুর,বামনগোলা ব্লকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি