আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোট প্রচারে তৃনমূলের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় বর্ধমানে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহার রিপোর্ট

আসন্ন পৌর নির্বাচনের আগে রবিবারই শেষ ভোট প্রচার। আর এই রবিবাসরীয় ভোট প্রচারে ঝাঁপালেন সব রাজনৈতিক দলই। এই ছুটির দিন কে হাতিয়ার করেছে শাসক দল। রবিবার বর্ধমানে ২২নম্বর তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে তারকা সাংসদ কে এনে প্রচারের ময়দান কাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস।

 

এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল ভকতের সমর্থনে র‍্যালি করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। রবিবার বিকালে আলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে থেকে শুরু হয় প্রচার র‍্যালি, এই র‍্যালি ঘোরে ওয়ার্ডের সমস্ত এলাকা।

 

এই রকম এক তারকাকে দেখতে রাস্তায় প্রচুর মানুষের ভির ছিল চোখে পরার মতো। রবিবারের পরন্ত বেলায় অভিনেত্রীকে হাতের কাছে পেয়ে খুশি এলাকার মানুষ।

 

See also  বন্যায় ভাঙা ঘর থেকে পাকা আবাস যোজনার স্বপ্ন: পূর্ব বর্ধমানের দরিদ্র পরিবারগুলির সংগ্রাম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি