আমিরুল ইসলাম
পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে ভাতার থানার পুলিশ লকডাউন সমর্থনে কড়া পদক্ষেপ নিল বিভিন্ন বাজারে বাজারে।করনা ভাইরাস সংক্রমণ যাতে করে আর ছড়াতে না পারে সেই জন্য রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। আজ তৃতীয় দিনের লকডাউন। সেই লকডাউন যাতে করে 100% সফল হয় সেই লক্ষ্যে নেমেছে ভাতার থানার পুলিশ।
এদিন ভাতাড়, বলগোনা, মুরাতিপুর, এরুয়ার, কামারপাড়া এই সমস্ত বাজারে নজরদারি চালায় ভাতার থানার পুলিশ।পুলিশের উদ্যোগে এলাকার সকল সম্প্রদায়ের মানুষ খুশি হয়েছেন।