আপনি যদি একটি নতুন স্মার্টফোন কিনতে চান আর আপনার বাজেট যদি হয় 10,000 – 15,000 হাজার টাকা তবে আপনার কাছে বেশ কিছু ভাল অপশন আছে। এই রেঞ্জে আপনি বেশ কিছু ভাল পারফরমেন্স যুক্ত ফোন পেয়ে যাবেন।
15,000 টাকার কম দামের সেরা স্মার্টফোন
1. REALME 7
Realme 7-তে একটি 6.5-ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে রয়েছে এবং এর রেজোলিউশন 2400 x 1080 পিক্সেল এবং এটি 90Hz উচ্চ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ফোনটিতে অ্যামোলেডের পরিবর্তে একটি এলসিডি স্ক্রিন রয়েছে তবে এটি একটি উচ্চতর রিফ্রেশ রেট দেয় এবং ফোনের স্ক্রিনে গরিলা গ্লাস 3 এর সুরক্ষা দেওয়া হয়েছে। রিয়েলমি 7 এর দৈর্ঘ্য 9.4 মিলিমিটার এবং ওজন 196.5 গ্রাম। ফোনটি স্প্ল্যাশপ্রুফ এবং এতে সিলিকন সিলিং দেওয়া হয়েছে যা এটিকে জলের ক্ষতি থেকে রক্ষা করবে। ডিভাইসে দেওয়া পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট রিডার-এর কাজ করে।
2. Poco M2 Proএই মোবাইল ফোনে আপনি 6.67 ইঞ্চির FHD+ স্ক্রিন পাওয়া যাবে, যা গরিলা গ্লাস 5 দিয়ে সুরক্ষিত করা। স্মার্টফোনে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 জি প্রসেসর পাবেন এটি একটি অক্টা-কোর সিপিইউ। আপনি ফোনে 6 জিবি পর্যন্ত র্যাম পাবেন। এই মোবাইল ফোনে আপনি একটি কোয়াড-ক্যামেরা সেটআপ পাচ্ছেন। যা 48 এমপি প্রাইমারি, 8 এমপি সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড লেন্স, 5 এমপি ম্যাক্রো লেন্স এবং 2 এমপি ডেপথ সেন্সর সহ আসে। এছাড়া আপনি ফোনে পাবেন একটি 16 এমপি সেলফি ক্যামেরা। ফোনে আপনি 5000mAh ক্ষমতার ব্যাটারি।
3. Redmi Note 8 Pro
রেডমি নোট 9 প্রোটি 6.67-ইঞ্চি ডটডিসপ্লে এবং ডিভাইসের পিছনে 3 ডি কার্ভড গ্লাস যুক্ত করা হচ্ছে। ফোনটিতে 5,020 এমএএইচ ব্যাটারি, 6.67 ইঞ্চি ডিসপ্লে, এসডি 720 জি এসসি এবং একটি 48-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা রয়েছে।
Realme narzo 10
রিয়েলমি নারজো ১০ ফোনে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের। ফোনের ডিস্প্লে তে থাকছে একটি মিনি ড্রপ নচ। মিডিয়াটেক হেলিও G80 চিপসেটের সাথে লঞ্চ করা হয়েছে এই ফোনটি কে। ক্যামেরা সম্পর্কে যদি কথা বলি তাহলে আমরা এই ফোনটি তে কোয়াড ক্য়ামেরা সেটআপ দেখতে পারবো। যাতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্য়ামেরা যার এফ/১.৮ অ্যাপারচার। এছাড়া আছে ৮ এমপি-র আলট্রা ওয়াইড লেন্স পোর্ট্রেট মোডের জন্য ২ মেগাপিক্সেল ক্যামেরা, সাথে থাকছে ২ এমপি-র ম্যাক্রো সেন্সর। অন্য় দিকে ফোনের ফ্রন্টে সেলফির জন্য় থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্য়ামেরা। এছাড়া ক্যামেরায় ৩০ এফপিএস এ ১০৮০ পি ভিডিও শুট করা যাবে। এই ফোনে পাওয়ার-এর জন্য়ে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সপোর্ট করে।
Samsung M30S
স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটি কম দামের রেঞ্জের মধ্যে একটি দারুন ফোন। এই ফোনে আপনারা 15000 টাকার মধ্যে কিনতে পারবেন। ফোনে 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে আছে। ফোনে আছে একটি 6000mAh য়ের ব্যাটারি আর এই ফোনে আপনারা AI অপশান পাবেন। M30s ফোনে আছে ট্রিপেল ক্যামেরা যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে 5MP আর ডেপথ ক্যামেরা আর 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিচ্ছে। আর এই ফোনে আছে 16MP র ফ্রন্ট ক্যামেরা।