আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ওয়েস্ট ইন্ডিজকে ধুলিসাৎ করেও পয়েন্ট টেবিলে স্থিতিশীল টিম ইন্ডিয়া

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ১৪০ রানে হারিয়ে মাত্র আড়াই দিনেই টেস্ট জিতে নিয়েছে ভারত। তবে বিশাল ব্যবধানের এই জয় সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) পয়েন্ট টেবিলে খুব বেশি উন্নতি হয়নি টিম ইন্ডিয়ার।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে ম্যাচের ফল অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। তৃতীয় দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করেন শুভমান গিলরা। এই জয়ের ফলে ভারত পেয়েছে ১২ পয়েন্ট, যা বর্তমান চক্রে তাদের মোট পয়েন্টকে নিয়ে গিয়েছে ৪০-এ

এখন পর্যন্ত এই চক্রে ছয়টি ম্যাচ খেলেছে ভারত — তিনটি জয়, দুটি হার এবং একটি ড্র। ফলে পয়েন্টের শতকরা হার দাঁড়িয়েছে ৫৫.৫৬%। টেস্ট চ্যাম্পিয়নশিপে শতাংশ হিসাব করা হয় সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট ও অর্জিত পয়েন্টের অনুপাতে। ছয়টি ম্যাচে ভারতের সম্ভাব্য পয়েন্ট ছিল ৭২, তার মধ্যে ৪০ পয়েন্ট অর্জন করেছে তারা।

উল্লেখ্য, প্রতিটি টেস্ট জয়ে দল পায় ১২ পয়েন্ট, আর ড্র করলে ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, যারা এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেই তিনটিতেই জয় পেয়েছে — তাদের শতাংশ হার ১০০%। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা, দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে তাদের শতাংশ ৬৬.৫৭%

ভারতের পরে তালিকায় রয়েছে ইংল্যান্ডবাংলাদেশ। চার টেস্টের সবক’টিতে হেরে ওয়েস্ট ইন্ডিজ আছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে, নিউজিল্যান্ড, পাকিস্তানদক্ষিণ আফ্রিকা এখনো তাদের নতুন চক্রের অভিযান শুরু করেনি।

See also  মাটির বাড়ি ভেঙে পড়ে আহত একই পরিবারের ২ মহিলা ও ১ শিশু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি