আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে চলেছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন (আইপিএস)।
বিশ্বের ১৩০০ জন পুলিশ কর্মকর্তার উপর বিচার করে মার্কিন যুক্তরাষ্ট্রের আইসিএপি – এর বিশিষ্ট ও উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের একটি প্যানেল কামনাশীষ সেন কে ২০২২ সালের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ চিফ অফ পুলিশ সম্মানের জন্য বিবেচিত করেছেন।
আইসিএপি-র তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ” কাজের প্রতি নিষ্ঠা ও দুর্দান্ত কাজের জন্য কামনাশীষ সেনকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের তিনি একমাত্র পুলিশ আধিকারিক যিনি এই বিশ্বমানের পুরস্কার পেতে চলেছেন।”
আগামী ১৭অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে মি. সেন এর হাতে এই পুরস্কার তুলে দেবে সংস্থা। স্বাভাবিকভাবেই পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি এই রাজ্যের সমগ্র পুলিশ মহল এই খবরে উচ্ছসিত।