আজ পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগে আয়োজিত একাডেমিক এক্সসেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রায়না ২ ব্লকের একমাত্র প্রাথমিক বিদ্যালয় হিসাবে পুরস্কৃত হলো রায়না ৩ চক্রের লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অঙ্কিতা ধাড়া আনন্দ পরিসর পেইন্টিং গ্রুপ ‘অ’ বিভাগে জেলার সেরা নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচাৰ্য বলেন—
“অঙ্কিতার এই সাফল্য শুধু আমাদের বিদ্যালয়ের নয়, গোটা রায়না ২ ব্লকের সুনাম অক্ষুন্ন রেখেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের সভাধিপতি ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মধুসূদন ভট্টাচাৰ্য সহ বিশিষ্টজনেরা।
এই সম্মান রায়না ২ ব্লকের শিক্ষাক্ষেত্রে গৌরবের নতুন দিশা খুলে দিল।








