আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিপুল পরিমাণে সোনার বিস্কুট কালো পলিথিনের ব্যাগ সহ বিএসএফের হাতে আটক ছাত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সরুপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশের দোহারকান্দা সীমান্তের ঘটনা। বছর ১২,এর নাবালক আব্দুর রহমান মোল্লা ক্লাস সিক্সের ছাত্র। বাবা রাহুল মোল্লা মা সারবিনা মোল্লা ছেলেকে বলে

এই কালো পলিথিনের ব্যাগটা সীমান্তের ১৭, নম্বর পয়েন্টের ধানক্ষেতে রেখে আয় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই সময় পেট্রোলিং করছিলেন ।ওই নাবালক ছাত্র যখন ব্যাগ টি রেখে পালানোর চেষ্টা করে তাকে হাতেনাতে ধরে ।

তাকেই ধান ক্ষেতের মধ্যে নিয়ে যায় গিয়ে দেখে কালো পলিথিন এর একটি ব্যাগ যার মধ্যে ১১পিছ সোনার বিস্কুট ওজন ১ কেজি ২৮৬ গ্রাম বাজার মূল্য ১ কোটি ৯৫ লক্ষ টাকা ওই নাবালক জানিয়েছে বাবা-মার নির্দেশ মেনেই এই কাজ করেছেন পলিথিনের ব্যাগের মধ্যে কি ছিল সে জানেনা।

ধৃত ছাত্র ও উদ্ধার হওয়া সোনার গুলো বিস্কুটগুলো তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয়া হয়েছে। ছাত্রকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

See also  জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করার সময়উদ্ধার নর কঙ্কাল । ভয়ে শিউরে উঠলেন শ্রমিকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি