আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রেশনের খাদ্য সামগ্রী কেউ অন্যত্র কেনা -বেচা করলে জেল ও জরিমান শাস্তির ঘোষনা করলো আউশগ্রামের পঞ্চায়েত

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কার্তিক দাস বৈরাগ্য, বর্ধমান 

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মহা সংকটে পড়েছে গোটা দেশ।এই পরিস্থিতিতে রেশনের খাদ্যসামগ্রী কেউ খোলা বাজারে বিক্রী করলে তাঁকে জেল ও জরিমানার শাস্তি পেতে হবে।জনগনকে সতর্ক করতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের এড়াল গ্রাম পঞ্চায়েতের পক্ষথেকে মাইকিং করে এমনটাই প্রচার চালানো হল ।
কিছু রেশন ডিলাররা অনিয়ম ও কারচুপির বলে বুধবার জেলাশাসক বিজয় ভারতির কাছে অভিযোগ জানিয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।তার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতে রেশনের খাদ্য সামগ্রী বিক্রী বন্ধে এড়াল গ্রাম পঞ্চায়েতের তরফে শাস্তির বার্তা প্রচার সাড়া ফেললো উপভোক্তা মহলে ।

রেশনের খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রী রুখতে সদর্থক ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল পরিচালিত এড়াল গ্রাম পঞ্চায়েত । পঞ্চায়েত এলাকার জনগণকে সেই বার্তা দিতে চার চাকা গাড়িতে মাইক লাগিয়ে এদিন সকাল থেকে চলে প্রচার। মাইকিং করে পঞ্চায়েতের লোকজন এলাকাবাসীকে জানান ,করোনা সংক্রমণ পরিস্থিতিতে মহা সংকটে পড়েছে গোটা দেশ । সেই কারণে আস্তে আস্তে খাদ্য সংকট দেখা দিচ্ছে ।জানাণনো হয় শুক্রবার এড়াল পঞ্চায়েত এলাকায় রেশনে খাদ্য সামগ্রী দেওয়া হবে ।

একই সঙ্গে ঘোষনা করা হয় ,“খাদ্য সামগ্রী রেশন দোকান থেকে তুলে কোন উপভোক্তা তা খোলা বাজারে বিক্রী করবেন না । যদি প্রমানিত হয় কোন উপভোক্তা রেশনের খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রী করেছেন তবে তাঁকে ৫ বছরের জেল ও জরিমানার শাস্তি পেতে হবে । আর যদি প্রমাণ হয় কোন ব্যবসাদার রেশনের খাদ্য সামগ্রী কারুর কাছ থেকে কিনেছেন তবে সেই ব্যবসাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে মাইকিং করে এদিন ঘোষনা করা হয় । ”যে উপভোক্তাদের রেশনের খাদ্য সামগ্রীর প্রয়োজন নেই তাঁরা ওই খাদ্য সামগ্রী এলাকার গবির দুঃস্থদের দিয়ে যাতে সাহায্য করেন সেই আবেদনও এদিন রাখা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে।
এমন সতর্কতা বার্তা প্রচারের কারণ প্রসঙ্গে এড়াল পঞ্চায়েতের উপ প্রধান উজ্জ্বল পাল বলেন, লক ডাউন চলায় গ্রামে গঞ্জের মানুষজন ঘরে থাকছেন । তাঁরা কাজ কর্ম কিছুই করতে পারছেন না। করোনা সংক্রমণ পরিস্থিতিতে আস্তে আস্তে খাদ্যের একটা সংকট তৈরি হচ্ছে ।উপ প্রধান জানান ,‘অনৈতিক উপায়ে পূর্বতন সরকারের আমল থেকে এলাকার কিছু বিত্তশালী পরিবার কম দামে খাদ্য সামগ্রী পাবার রেশন কার্ড পেয়ে বসে আছে।সেই রকম কিছু উপভোক্তা এই কঠিন পরিস্থিতিতেও কম দামে রেশনের খাদ্য সামগ্রী তুলে খালা বাজারে বিক্রী করে দিচ্ছেন ।

See also  দক্ষিন দামোদর থেকে পরিয়াযীদের বাড়ি ফেরানো হল ১৫ টি বাসে ।

কিছু দোকানদার রেশনের সেইসব খাদ্য সামগ্রী কিনে আবার চড়া দামে বিক্রী করছেন । কিন্তু নিজের এলাকার গরিব ও দুঃস্থদের সেই খাদ্য সামগ্রী দান করেদিয়ে সহযোগীতা করার মানুষিকতা কেউ দেখাচ্ছেন না ।উপ প্রধান উজ্জ্বল পাল জানিয়েছেন ,কয়েক দিন যাবৎ এমন অনৈতিক কাজ কারবার নিয়ে একের পর এক অভিযোগ আসাতে থাকে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েত এলাকার কেউ রেশনের খাদ্য সামগ্রী কেনা বেচায় যুক্ত রয়েছে প্রমাণ হলে তাঁর জেল ও জরিমানার শাস্তির ব্যবস্থা করা হবে । এদিন মাইকিং করে সেকথাই পঞ্চায়েত এলাকার সবাইকে জানিয়ে দেওয়া হল।’ যদিও এড়াল পঞ্চায়েতের এই ঘোষনা বিষয়ে জেলা খাদ্য দপ্তরের কোন কর্তা কিছু মন্তব্য করতে চান নি ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি