আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন! লাগাতার লাইভ কভারেজের ফাঁকেও মানুষের পাশে সাংবাদিক সুরজ আলি খান

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃ রামকৃষ্ণ সেতু বন্ধ থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। কেউ অফিসযাত্রী, কেউ অসুস্থ, কেউ আবার ছোট্ট সন্তান নিয়ে যাত্রা করছেন জীবনের প্রয়োজনে। এমনই এক কঠিন পরিস্থিতিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আরামবাগ জেলা প্রেসক্লাবের সদস্য ও আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটর সাংবাদিক সুরজ আলী খান।

ঘাটাল থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে এক মা তাঁর কোলে এক শিশু এবং পাশে আরও এক ছোট সন্তানকে নিয়ে কালিপুর বাসস্ট্যান্ডে নেমেছিলেন। সেখান থেকে হেঁটে আরামবাগ রামকৃষ্ণ সেতু পার হয়ে আরামবাগ বাসস্ট্যান্ডে গিয়ে সোদপুরগামী বাস ধরার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সেতু বন্ধ থাকায় তারা পড়েছিলেন চরম সমস্যায়।

ঠিক সেই সময় লাগাতার আরামবাগ পোস্টে রামকৃষ্ণ সেতু সংক্রান্ত লাইভ কভারেজ করতে করতে ঘটনাটি চোখে পড়ে সাংবাদিক সুরজ আলী খানের। কোনো দ্বিধা না করে তিনি মানবিক ভূমিকা পালন করে নিজের বাইকে ওই মা ও দুই শিশুকে তুলে নিয়ে নিরাপদে পৌঁছে দেন আরামবাগ বাসস্ট্যান্ডে এবং তাদের গন্তব্যগামী বাস ধরতে সাহায্য করেন।

স্থানীয়রা জানান, “খবরের পেছনে দৌড়ানো সাংবাদিক আজ নিজেই খবর হয়ে গেলেন— মানবিকতার জন্য।”

উল্লেখ্য, রামকৃষ্ণ সেতুর মেরামতি ও স্বাস্থ্য পরীক্ষার কাজ চলার কারণে কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে যান চলাচল। এই কঠিন সময়ে পুলিশের পাশাপাশি সাংবাদিক সুরজ আলী খানের এই মানবিক উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা দিল—
“শুধু খবরের পেছনে নয়, মানুষের পাশেও — এটাই হল সত্যিকারের সাংবাদিকতা।”

See also  গোডাউন ঘরের উঁচু স্থানে থাকা প্রকাণ্ড ট্রাঙ্ক পুলিশ খুলতেই মিললো নিঁখোজ নাবালক ছাত্র -শোরগোল কালনায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি