মিনি টর্ণেডোর তাণ্ডবে তছনছ হয়ে গেল শ্রীমা রাইসমিল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের উচালন বাজার এলাকায়।
গত বৃহস্পতিবার অর্থাৎ ৩০ শে মার্চ তারিখে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ মিনি টর্ণেডোর মত একটি ঝড় শ্রীমা রাইস মিলের চিমনি ভেঙে তছনছ করে দিয়ে গেছে। সেই চিমনি উড়ে গিয়ে পরে গোডাউন এর ওপর এবং পাঁচিল পর্যন্ত ভেঙে যায়। প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাইস মিলের মুখ্য অংশীদার বিকাশ গুহ।
এই ঘটনার পরেই উচালন অঞ্চল প্রধানকে ঘটনার বিস্তারিত জানিয়েছেন তিনি। খবর দেওয়া হয় ইন্সিওরেন্স কোম্পানি কেউ। ইন্সুরেন্স কোম্পানি থেকে রাইস মিলে এসে সার্ভে করে নিয়ে গিয়েছেন আধিকারিকরা। এবং আশ্বাস দিয়েছেন ক্ষতিপূরণের।
এছাড়াও উচালন পোস্ট অফিসের কাছে প্রচুর গাছ পড়ে গিয়েছে এই ক্ষণিকের ঝড়ের তান্ডবে। পড়ে গিয়েছে ইলেকট্রিক পোল। গত ৩০ তারিখ সন্ধে সাড়ে সাতটার দিকে বেশ বৃষ্টি নেমেছিল সেই সময় হঠাৎ করেই এই ঝড়ের আগমন। ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাইস মুখ্য অংশীদার মালিক বিকাশ গুহ।