সুরজ প্রসাদ ( বর্ধমান ) :-
বর্ধমানের বিশিষ্ট ব্যবসায়ী পরিবার সালুজা পরিবারের পক্ষ থেকে বর্ধমানের অধিষ্ঠার্থী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশ পথে জীবানুনাশক চ্যানেল বসানো হলো l মূলতঃ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ব্রাহ্মণ পুণ্যার্থী ভক্ত সমাগম হয় এই মন্দিরে সারা বছর বিভিন্ন পূজা-পার্বণে ভক্ত সমাগম হয়ে থাকে , পূজারী ব্রাহ্মণ সাধারণ মানুষের ও ভক্তদের সুরক্ষার প্রয়োজন এই জীবাণুনাশক প্রবেশদ্বার এর ব্যবস্থা করা হলো।