আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানের বিশিষ্ট ব্যবসায়ী পরিবার সালুজা পরিবারের পক্ষ থেকে বর্ধমানের অধিষ্ঠার্থী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশ পথে জীবানুনাশক চ্যানেল বসানো হলো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সুরজ প্রসাদ ( বর্ধমান ) :-
র্ধমানের বিশিষ্ট ব্যবসায়ী পরিবার সালুজা পরিবারের পক্ষ থেকে বর্ধমানের অধিষ্ঠার্থী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশ পথে জীবানুনাশক চ্যানেল বসানো হলো l মূলতঃ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ব্রাহ্মণ পুণ্যার্থী ভক্ত সমাগম হয় এই মন্দিরে সারা বছর বিভিন্ন পূজা-পার্বণে ভক্ত সমাগম হয়ে থাকে , পূজারী ব্রাহ্মণ সাধারণ মানুষের ও ভক্তদের সুরক্ষার প্রয়োজন এই জীবাণুনাশক প্রবেশদ্বার এর ব্যবস্থা করা হলো।

 

তাই এই করোনা ভাইরাস থেকে সকলকে সুরক্ষিত রাখতে সালুজা পরিবারের প্রয়াত প্রবীণ সদস্যা আর আর দেবীর নামে এই জীবাণুনাশক টানেল দান করা হল বলে জানিয়েছেন মাহিন্দার সিং সালুজা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে জেলাশাসকের সঙ্গে আলোচনা করে শহরের আরও বেশ কয়েকটি জায়গায় এই জীবাণুনাশক টানেল গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, আইনজীবী তথা বর্ধমান বার এসোসিয়েশনের সহ সভাপতি পার্থ হাটি জানিয়েছেন, সালুজা পরিবারের কাছে আবেদন জানিয়েছিলেন বর্ধমান সর্বমঙ্গলা মন্দির কমিটির পক্ষ থেকে সামনে একটি জীবাণুনাশক টানেল বসানোর জন্য। রবিবার সেই টানেলের উদ্বোধন হলো। এর ফলে সাধারণ মানুষ থেকে মন্দিরে আশা ভক্ত সকলেই উপকৃত হবে l 
See also  বৌমা কানের সোনার দুল চুরির অপবাদ দেওয়ায় অপমানে আত্মঘাতী শাশুড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি