আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুজোর আগে উৎসব নয়, চোখে জল! নিম্নচাপের বৃষ্টিতে ভাসল সবজি জমি, দুশ্চিন্তায় ডুবল কৃষক পরিবারগুলি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শারদোৎসবের আগমনী হাওয়া বইছে চারদিকে। কিন্তু পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী দু’নম্বর ব্লকের সটডাঙ্গা, ধীতপুর ও বিশ্বরম্ভা এলাকার কৃষক পরিবারগুলির ঘরে ঘরে এখন শোকের ছায়া। টানা বৃষ্টিতে জলে ভেসে গিয়েছে পটল, ওল, বরবটি, ফুলকপি, বাঁধাকপি—সব সবজির জমি। যে সবজিগুলি বিক্রি করে পুজোর আগে সংসারে আলো আসার কথা ছিল, সেই ফসল আজ নিম্নচাপের বৃষ্টিতে তলিয়ে গেছে।

ক্ষেতে হাঁটুসমান জল দাঁড়িয়ে থাকায় পচে যাচ্ছে পটলের গোড়া। বাঁধাকপি-ফুলকপির চারা গাছ মাটির নিচে চাপা পড়ে গেছে। কৃষকরা আশঙ্কা করছেন, এবারে ফসলের খরচটুকুও উঠবে না।

কিছুদিন আগেই বৃষ্টির ধাক্কা সামলে নতুন করে আশায় বুক বেঁধেছিলেন কৃষকরা। কিন্তু ফের নিম্নচাপের ভারী বৃষ্টি সব শেষ করে দিল। পুজোর আগে তাই আনন্দ নয়, অন্ধকার দুশ্চিন্তায় ঢেকে গেছে কৃষক পরিবারগুলির দিনরাত্রি।

See also  স্ত্রীকে খুন করার পর নিখোঁজ হয়ে যাওয়ার গল্প ফেঁদে দেহ বস্তায় ভরে গোয়াল ঘরের মচায় তুলে রাখা স্বামী গ্রেপ্তার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি