কলকাতা থেকে ভাগলপুর যাওয়ার পথে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক অ্যাম্বুলেন্স চালক। বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। একইসঙ্গে অল্পের জন্য এড়ানো গেল আরও বড়সড় সড়ক দুর্ঘটনা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, ওই সময় জাতীয় সড়কের দুই দিকেই ব্যস্ত যান চলাচল চলছিল। হঠাৎই একটি ডাম্পার জোর ধাক্কা মারে কলকাতামুখী অ্যাম্বুলেন্সটিকে। তীব্র ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি। তবে বিপদ বুঝে বুদ্ধিমত্তার পরিচয় দেন চালক। অ্যাম্বুলেন্স চালক সুমন কুমার ঝাঁপ মেরে প্রাণ বাঁচান। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর এই উপস্থিত বুদ্ধির জন্যই অল্পের জন্য এড়ানো গেল প্রাণহানি।

চালকবিহীন অবস্থায় অ্যাম্বুলেন্সটি প্রায় আধ কিলোমিটার রাস্তা দুই চাকার ওপর হেলে চলতে থাকে। অবশেষে দুর্গাপুরমুখী লেন থেকে সরে গিয়ে কলকাতামুখী লেনের ধারে গিয়ে থেমে যায়। ততক্ষণে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আঝাপুর ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক ওসি। সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ফের স্বাভাবিক হয় জাতীয় সড়কের গতি।