করোনা রোগের প্রতিষেধক তৈরিতে লাগছে তুলসী পাতা. করোনা থেকে মুক্তির জন্য সকল মানুষকেই তুলসী পাতার রস খাওয়া প্রয়োজন. কালনা মহকুমা হসপিটালে ভেষজ গাছ রোপন অনুষ্ঠানে এসে বললেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ l যদিও করোনার সাথে তুলসী পাতা সম্পর্ক নেই জানালেন হসপিটাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই. শরীরের ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে তুলসীর গুনাগুন রয়েছে বলে জানিয়েছেন সুপার l
এদিন রবিবার কালনা মহকুমা হসপিটাল পড়ে থাকা এক একরের থেকে বেশি কিছু জমিতে ভেষজ গাছ লাগানো কর্মসূচি নিয়েছিল বর্ধমান জেলা প্রকৃতি ও পশুপ্রেমী সংস্থা. সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, শিক্ষারত্ন তাপস কার্ফা, কালনা হসপিটাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই সহ বিশিষ্টজনেরা. এছাড়াও স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেন এদিনl
নিজে হাতে তুলসী গাছ রোপন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান করোনা প্রতিষেধকের জন্য তুলসীর গুনাগুন রয়েছে, তুলসী পাতা যেমন ঠাকুর পুজোতে লাগে, তেমনি মানব শরীরের পক্ষে ব্যাপক উপকারী. তাই সকল মানুষকে তুলসী পাতার রস খাওয়ার আহ্বান জানান মন্ত্রী .