নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরঃ
২০২১ শের বিধানসভা নন্দীগ্রামে নিজের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে নেমে পড়েছেন।
বৃহস্পতিবার ৩টা ২৫ মিনিট নাগাদ নন্দীগ্রামে আসেন হেলিকপ্টারে তিনি। তারপর যোগ দেন এক কর্মী সভায়। তিনি বলেন, সিঙুর নন্দীগ্রামকে আমি যুক্ত করে দিয়েছিলাম কৃষি আন্দোলনের মধ্য দিয়ে।
মানুষে মানুষে ভাগাভাগি হয়না।নন্দীগ্রামকে আমি দিল্লী পৌঁছে দিয়েছি। বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছি।হিন্দু মুসলিম প্রশ্নে তিনি বলেন,আমি হিন্দু এই হিন্দু ধর্ম সকলকে ভালবাসতে শেখায়।
এরপর তিনি চণ্ডীপাঠ করেন।মা বোনেরা না থাকলে সেদিনের আন্দোলন সফল হত না। তিনি বলেন নন্দীগ্রাম শিখিয়েছিলো লড়াই। ধর্ম বর্ণ নির্বিশেষে এখানকার মানুষ এক হয়ে লড়েছিলেন জমি রক্ষার আন্দোলনে।