অসাধারণ তৎপরতা ও মানবিকতার নজির গড়ল সেহারাবাজার ট্রাফিক গার্ড ও রায়না থানার পথবন্ধু দল। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে হারিয়ে যাওয়া ২৬,০০০ টাকা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিলেন তারা।
ঘটনাটি ঘটে রায়না থানার অন্তর্গত খালেরপুল বাজারের কাছে। জানা গেছে, শক্তিগড় থানার সোনাপুর গ্রামের বাসিন্দা অপূর্ব রায় (বর্তমানে শিব গৌরী ফুয়েলসে কর্মরত) মোটরবাইকে করে বর্ধমানে যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত তাঁর ব্যাগটি পড়ে যায়, যার মধ্যে ছিল নগদ ২৬,০০০ টাকা।

খবর পাওয়া মাত্রই সেহারাবাজার ট্রাফিক পুলিশ দ্রুততার সঙ্গে তদন্তে নামে। অভিযোগকারীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে শুরু হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও টেকনিক্যাল মনিটরিং। পাশাপাশি স্থানীয় পথবন্ধু সদস্য সামিনুল ইসলাম ওরফে হিরুর সহযোগিতায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ফলে নিরলস প্রচেষ্টার মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাগটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া সম্ভব হয়।
এই সাফল্য প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল বলেন,
“আমাদের পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, মানুষের পাশে থাকা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেহারাবাজার ট্রাফিক গার্ড ও পথবন্ধুদের দ্রুত পদক্ষেপ প্রমাণ করেছে, সততা ও মানবিকতা আজও পুলিশের মূল চেতনা। আমরা চাই এই বিশ্বাস আরও দৃঢ় হোক।”
পূর্ব বর্ধমান জেলা পুলিশের এই তৎপরতা ও মানবিক দৃষ্টান্তে সন্তুষ্ট সাধারণ মানুষ। সকলেই পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও সততার প্রশংসা করেছেন।
জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে— “পূর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা মানুষের সঙ্গে, মানুষের পাশে।”
রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষকসেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে







