আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ হারালেন মেধাবী ছাত্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা,খণ্ডঘোষ, ৮ই মে: খণ্ডঘোষ থানার ওজলপুকুর মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একাদশ শ্রেণির ছাত্রী ফরিদা খাতুন (১৬)। নিহত ছাত্রীর বাড়ি খণ্ডঘোষের ওয়ারী গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদা খাতুন এ বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পর গতকাল বুধবার খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে তিনি সাইকেলে করে ওজলপুকুর মোড়ে যাচ্ছিলেন বর্ধমানে টিউশন ক্লাসে যাওয়ার জন্য। সেই সময় একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা মারলে তিনি গুরুতরভাবে জখম হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


পরিবার সূত্রে জানা গেছে, ফরিদা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছিলেন। তার এই অকালমৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ খণ্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ (বিএমসি) মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

See also  আইসিডিএস সেন্টার থেকে বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীর অভিভাবকদের মিড ডে মিলের চাল বিতরণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি