আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রামনবমীতে ২০০০ কুমারী পূজিত হল আদ্যাপীঠে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে প্রতি বছরের মতো এবছরও রামনবমীর দিন হয়ে গেল কুমারী পুজো। আদ্যামায়ের বিশেষ পুজোর দিন চিরাচরিত রীতি অনুযায়ী এই কুমারী পুজো হয়। সেইমতো শতবর্ষের বেশি সময় ধরে চলে আসছে কুমারী পুজোর রীতি। বিগত দুবছর করোনার কারণে পুজোয় সেই জাঁকজমক ছিল না। তবে এবার করোনার গ্রাফ নামতেই প্রায় দুহাজার জন কুমারীর পুজো করা হয় এদিন। আদ্যামায়ের প্রাঙ্গনে চলে পুজো। পুজো উপলক্ষ্যে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো।

 

বিশেষ পুজো উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তদের ঢল নামে। কথিত আছে, স্বপ্নে মাতৃ আদেশ পেয়ে আদ্যাপীঠে পুজো শুরু করেন অন্নদা ঠাকুর। আজ থেকে ১০৮ বছর আগে রামনবমী তিথিতে ২৮ জন কুমারীকে নিয়ে শুরু হয় কুমারী পুজো। এখনও এই দিনে দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা। কুমারীদের ফুল, মিষ্টি দিয়ে মাতৃরূপে পুজো করা হয়।

See also  নবদ্বীপ: জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে শ্রীশ্রী মা মঙ্গলচন্ডীর ব্রত। পরিবারের সকলের মঙ্গল কামনায় এই ব্রত পালনের প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি