মানবিকতার নজির গড়ল বর্ধমানের ন্যাচারাল সিটি। উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এলেন এই আবাসনের বাসিন্দারা বিশেষ করে আবাসনের ছোট ছোট বন্ধুরা। নিজেদের ব্যবহৃত জামাকাপড়, প্যান্ট, যা কিছু সম্ভব, তুলে দিল তারা ন্যাচারাল সিটি কর্তৃপক্ষের হাতে, যাতে পৌঁছে যায় দুর্গত এলাকার শিশু ও পরিবারগুলোর কাছে।
শুধু জামাকাপড় নয়, সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, ওআরএস ও শুকনো খাবার। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রাতেই এই ত্রাণ সামগ্রী নিয়ে একটি দল রওনা দেবে উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায়।

ন্যাচারাল সিটি বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে,“আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন অন্তত কিছুটা স্বস্তি পৌঁছে দিতে পারি সেই মানুষগুলোর কাছে, যাদের ঘরবাড়ি, স্বপ্ন সব ভেসে গেছে বন্যার জলে”।
এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগে প্রশংসার ঝড় উঠেছে স্থানীয় মহলে। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসছে একটাই বার্তা মানবিকতার এই দৃষ্টান্তই হোক সকলের প্রেরণা।