আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শস্য গোলায় মাঠের ধান ঘরে তুলছে ঘোড়ায় টানা গাড়ি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ইমতিয়াজ আলি ( বর্ধমান ) :- বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে মাঠের ধান ঘরে তুলতে গত কয়েকবছর ধরে প্রধান ভরসা হয়ে উঠেছে ঘোড়ায় টানা গাড়ি।জেলার রায়না খণ্ডঘোষ এর গ্রামগুলোতে শীতের মরসুমে দেখা মিলছে ঘোড়ার গাড়ি।কম খরচে ও স্বল্পসমযে ধান ঘরে তুলতে এই বাহনের জুড়ি নেই।ফলে চাষীদেরও বেশ পছন্দ তা ব্যাবহার করতে।কথা বলে জানা গেল নদীয়া জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন গাড়িগুলি।তারা জানালেন নিজেদের এলাকার কৃষিকাজ শেষ করেই চলে আসেন বর্ধমানে।কাজও মেলে যথেষ্ট পরিমাণে।আয় হয় বেশ ভালোই।

গ্রামেই অস্থায়ী তাঁবু খাটিয়ে থেকে যান তারা।কাজ শেষ করে আবার বাড়ি ফিরে যান।কুলচৌরা গ্রামের কৃষক শেখ মতিয়ার জানালেন গ্রামে হাতের নাগালে ঘোড়ার গাড়ি পাওয়ার ফলে তাদের মাঠের ধান খামারে আনতে বেশ সুবিধা হচ্ছে।খরচ বেশ কম।গরুর গাড়ির চল না থাকায় এই বাহন বিকল্প হিসেবে ব্যবহার করা যাচ্ছে।কৃষ্ণনগর থেকে আগত ঘোড়ার গাড়ির এক মালিক জানালেন লকডাউন পরিস্থিতে তাদের অর্থ সংকটে পড়তে হয়।কাজের সেভাবে কোন সুযোগ মিলছিল না।তাই ধান ওঠার সময় আসতেই ফের কাজের সুযোগ মিলছে।বর্ধমান জেলায় ব্যাপক ধানচাষ হওয়ার প্রচুর কাজ হয় তাদের।সবমিলিযে নতুন এই বাহনে যেমন কৃষিকাজের কাজ যেমন সহজ হচ্ছে তেমনি কর্মসংস্থানও ঘটছে ব্যাপকহারে

See also  বাড়িতে রেখেই চলছিল চিকিৎসা-হাসপাতালে ভর্তির ঘন্টা খানেকের মধ্যেই মৃত্যু করোনা আক্রান্তের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি