আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মধ্যমগ্রামের গরিব চাষি বাড়ি কন্যার উচ্চমাধ্যমিকের অভূতপূর্ব সাফল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
মৃত্যুঞ্জয় যশ ( মন্তেশ্বর ) :- 
পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয় ছাত্রী দেবালীলা রায় উচ্চমাধ্যমিকে500 মধ্যে প্রাপ্ত নম্বর 471 পেয়েছে, এই ছাত্রী আর্স নিয়ে পড়াশোনা করেছ, ওই ছাত্রী জানালেন তাঁর প্রথম শিক্ষাগুরু নিজে দাদু এই স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন মৃত দেব কুমার রায়।

প্রধান শিক্ষক স্বপন কুমার পোলে। বিশেষভাবে স্কুলে ধ্রুবজ্যোতি স্যার, শংকর স্যার ও কাকলি ম্যাডাম সহ সকল শিক্ষকের কাছ থেকে উপকৃত পেয়েছি। পরবর্তীকালে ইংরেজিতে অনার্স নিয়ে পড়তে চায়। মধ্যমগ্রামে বাড়ি ছাত্রী দেবনিলা রায়, পিতা পুলক রায়, মাতা ঝুমা রায়, ঠাকুরমা শেফালী রায়, কন্যা ও নাতনির সাফল্যে আনন্দিত।
ছাত্রী নিজের মুখে বললেন বাড়ির গৃহদেবতা বাবা ভোলানাথের আশীর্বাদে আমার সাফল্য হয়েছে। গরিব পরিবারের মেয়ে এই সাফল্যে এলাকার মানুষ খুবই আনন্দিত। প্রাইভেট টিউটর ছিলেন শুভদীপ ও বুবাই স্যার। 
See also  খণ্ডঘোষে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ হারালেন মেধাবী ছাত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি