আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু যুবকের! শোক ছড়াল গৈতানপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-বর্ধমান শহরের বড়নীলপুর মাছবাজার থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তেলিপুকুর মোড়ে একটি লরির ধাক্কায় গুরুতর জখম হন কিংকর মন্ডল (২১)। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কিংকর মন্ডলের বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত গৈতানপুর চড়মানা এলাকায়। প্রতিদিনের মতো এদিনও তিনি বড়নীলপুর মাছবাজারে মাছ বিক্রি করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তেলিপুকুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের খবর দেয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গৈতানপুর এলাকায়।

See also  নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় আজকে থেকে চালু হলো দুয়ারে পুলিশ প্রকল্প।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি