আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দাঁতালকে বাগে আনলো বনকর্মীরা |

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হুগলির আরামবাগে শনিবার দিনভর দাপিয়ে বেড়ানোর পর রবিবার ভোরে ঢুকে পড়ে পূর্ব বর্ধমানের মাধবডিহির উচালনে। হাতিটির পিছু ধাওয়া করে হুগলি ও বর্ধমান আউসগ্রামের হোল্লা পার্টি ও মাধবডিহি থানার পুলিশ। সকালে উচালন এলাকায় দাপিয়ে বেড়ানোর পর শেষে দাঁতালটি বুলচন্দ্রপুর দাসপাড়া এলাকায় দুটি ঘুম পাড়ানো গুলি মারে তারপর তাকে বাগে আনে বনকর্মীরা।মাঠে আলু ও সর্ষে আছে। তাই চাষীরা আতঙ্কিত।

বনসহায়ক সুমন ব্যানার্জী বলেন,শনিবার হাতিটি আরামবাগ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরে ছিল।তারপর হল্লাপার্টির তাড়া খেয়ে হাতিটি গোঘাট হয়ে ঢোকে উচালনে। অন্যদিকে জেলা বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, আমরা হতিটি প্রথমে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছিলাম। কিন্তু উচালনে ঢুকে পড়ায় দুর্ঘটনা এড়াতে ২ রাউণ্ড ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে বন্দী করা হয়েছে।

কোথায় নিয়ে যাওয়া হবে সেই নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি । এলাকার মানুষকে সতর্ক করতে সকাল থেকেই মাধবডিহি থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় জারি করা হয় ওই এলাকায় ১৪৪ ধারা। সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। শেষে উপস্থিত হন রায়না ২ ব্লকের বিডিও, রায়না ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন।

See also  পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এ করোনা আবহে অর্ডার না পেয়ে মাথায় হাত মৃৎশিল্পদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি