মাহেশ :-
ছয়শো চব্বিশ বছরের ইতিহাসে এই প্রথম, স্নান মন্দিরে না গিয়ে গর্ভগৃহে ই স্নান করলেন প্রভু জগন্নাথ। হুগলীর ঐতিহ্যবাহী মাহেশে এবার প্রভু কে স্নান করানো হল ভক্তবৃন্দের অনুপস্থিতি তেই। পুরীর জগন্নাথ মন্দিরের পরেই মাহেশের স্থান। তার সমস্থ নিয়ম এবার বন্ধ রাখতে হল করোনা আবহে। সকাল বেলায় তাই শুধু মাত্র সেবাইত আর পুলিশ সাংবাদিকদের উপস্থিতি তে প্রভুর স্নান যাত্রা এবারের মত সমাধা হল।
নিয়ম মতে এই দিনের পর প্রভুর জ্বর আসে তাই বন্ধ থাকে মন্দিরের দরজা। এই সময় করিবাজ এসে তাকে পথ্য দেন। যাকে বলা হয় অঙ্গরাগ। এই সময় প্রভুর ভোগ শাবু। চৌদ্দ দিন পর অমাবশ্যা তিথিতে মন্দিরের দরজা পুনরায় খোলা হবে।
সেদিন প্রভুর নব যৌবন উৎসব হয় নিয়ম মেনেই। এর পরদিন রথে চেপে প্রভু পাড়ি দেন মাশির বাড়ীর উদ্দেশ্য। যদিও এবছর রথযাত্রা হবেনা বলে আগেই সিদ্ধান্ত নিয়েছে। মাহেশ জগন্নাথ ট্রাষ্টি বোর্ড।