আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শুভাংশুর সঙ্গে সাক্ষাৎ করে আবেগঘন মোদি, বললেন ‘দারুণ আলাপচারিতা’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গত আগস্টে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পর অবশেষে দেশে ফিরলেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা। সোমবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে শুভাংশুর সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভাংশু শুক্লার সঙ্গে দারুণ আলাপচারিতা হয়েছে। আমরা মহাকাশে তাঁর অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারত ওঁর কৃতিত্বের জন্য গর্বিত।’

রবিবার সকালে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দেশে স্বাগত জানানো হয় শুভাংশুকে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর উচ্চপদস্থ কর্তারা। লখনউয়ের এই তরুণ নভোশ্চর গত এক বছরে যুক্তরাষ্ট্রে নাসা, অ্যাক্সিওম ও স্পেসএক্স-এর বিভিন্ন কেন্দ্রে কড়া প্রশিক্ষণ নিয়েছেন। অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে তাঁর এই অভিযান শুধু ব্যক্তিগত সাফল্য নয়, ভারতের ক্ষেত্রেও এক ঐতিহাসিক অর্জন বলে মনে করা হচ্ছে। মিশনে তাঁর সঙ্গে ছিলেন কমান্ডার পেগি হুইটসন। শুভাংশু বলেন, ‘বিদায় জানানো কখনওই সহজ নয়। কিন্তু জীবন মানেই এগিয়ে চলা। যেমন আমার কমান্ডার পেগি হুইটসন বলেন, স্পেসফ্লাইটে পরিবর্তন একমাত্র অবিচল জিনিস। আমি মনে করি, এটা জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।’ উল্লেখযোগ্যভাবে, এবার তিনি গগনযান মিশনের সঙ্গেও যুক্ত থাকবেন।

২৬ জুন শুভাংশু শুক্লা ইতিহাস রচনা করেন। অ্যাক্সিওম-৪ অভিযানের সদস্য হিসেবে আরও তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান তিনি। সেখানে গবেষণা চালানোর পর নির্দিষ্ট সময়েই পৃথিবীতে ফেরেন। প্রশান্ত মহাসাগরে ক্যাপসুল অবতরণের প্রায় ৫০ মিনিট পর হ্যাচ খোলা হয় এবং তাঁকে বের করা হয়। এরপর নানা স্বাস্থ্য পরীক্ষার পর অবশেষে পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি মেলে।

See also  আজকের ( 31-07-2020 ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি