আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পলি জমে অচল ঘাটে ড্রেজিংয়ের উদ্যোগ, কালনার মহিষমর্দিনী তলায় ঘাট ব্যবহারে স্বস্তি সাধারণের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দীর্ঘদিন ধরে ভাগীরথীর মহিষমর্দিনী তলা ঘাটে পলি জমে যাওয়ায় সাধারণ মানুষ স্নান করতে কিংবা গঙ্গার জল সংগ্রহ করতে সমস্যায় পড়ছিলেন। ঠাকুর বিসর্জন সহ নানা কারণে ঘাটটি অযোগ্য হয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দারা ঘাটটিকে পুনরায় ব্যবহারযোগ্য করার দাবিতে সরব হন। স্থানীয়দের আবেদনে সাড়া দিয়ে শনিবার কালনা পৌরসভার তরফে ওই ঘাটে ড্রেজিংয়ের ব্যবস্থা করা হয়। মহিষমর্দিনী তলা ঘাটে মাটি তোলার জন্য এদিন আনা হয় একটি ড্রেজিং মেশিন।

ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা কাজের তদারকি করেন কালনা পৌরসভার পৌরপতি তপন পড়েল। তিনি জানান,
“মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই এই ঘাটটিকে ফের ব্যবহারযোগ্য করে তোলার জন্য আমাদের এই উদ্যোগ”। এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

See also  চন্দ্রযান ২ অভিযান দেখতে দর্শনার্থী ভিড় উপচে পড়ছে কোলুপুকুর সার্বজনীনের দুর্গা পুজো মণ্ডপে ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি