উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ,জয়নগর : স্কুল পড়ুয়াদের ভবিষ্যতে গঠনে অনবদ্য ভূমিকা পালন করছে জয়নগরের অক্ষয় কোচিং অ্যান্ড ড্রয়িং সেন্টার।আর তাদের উদ্যোগে ভয়েস অফ হিউমান নামে এক সামাজিক গোষ্ঠীর সহায়তায় বৃহস্পতিবার জয়নগর থানার উওর দূর্গাপুরে সারাদিন ধরে হয়ে গেল সামাজিক কিছু কার্যকলাপ।
এদিন শতাধিক অসহায় মানুষদের, দুঃস্থ মানুষদের শীতের বস্ত্র বিতরণের পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।এছাড়া ক্যারাটে প্রদর্শন, দেহ সৌষ্ঠব প্রদর্শন ও লাঠি ঘোরানো ও প্রদর্শিত হয়। শীতের ঠান্ডাকে উপেক্ষা করে ভীড় করেছিলো বহু মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে।








