পতঙ্গ বাহিত রোগ দূরীকরণ নিয়ে রায়না দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে আলোচনা সভার আয়োজন করা হয়। তাদের মাধ্যমে দুটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই অ্যাপ গুলির মাধ্যমে যেসব কাজকর্ম হচ্ছে এবং তার সুবিধা অসুবিধা সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। পঞ্চায়েতের সভাপতি ,সহ সভাপতি ,কর্মদক্ষ এবং আধিকারিক রা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সমস্ত রকম কর্মচারীবৃন্দ।বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রাস্তাঘাটে এদিক ওদিক জমা জল আবর্জনা থাকলে সেগুলো সঠিক পদ্ধতি অবলম্বন করে সরিয়ে ফেলা হচ্ছে। যদি বড় কোন জায়গায় জল জমে থাকে তাহলে পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেগুলো সঠিকভাবে শোধন করার ব্যবস্থা করা হচ্ছে।মশা মাছির উপদ্রব ঘটেছে ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য পতঙ্গ বাহিত রোগের উপদ্রব না ঘটে সেজন্য এই অবস্থা।
পঞ্চায়েত প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক ভিআরপি এবং ভিসিডি সহ কর্মকর্তাদের নিয়ে আজকের এই আলোচনা।