আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মিড ডে মিলের খাদ্য সামগ্রী সংক্রান্ত বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির দাবিপত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
অরিজিৎ মাইতি ( পূর্ব মেদিনীপুর ) :- শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, ডি আইয়ের নিকট ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি সমস্ত চক্রের এস আই দের ও দাবী পেশ করা হয়।
Krishaksetu Bangla
দাবি তোলা হয়েছে
১) মিড ডে মিলের চালের মতো অন্যান্য খাদ্য সামগ্রী সরকারি ভাবে সরবরাহ।
২) যতদিন না হয়, বাজারদর অনুসারে আলু, ছোলার দাম নির্ধারণ।
৩) খাদ্য সামগ্রীর তালিকা থেকে সাবান বাদ দেওয়া।
৪) বিদ্যালয় স্যানিটাইজিং,খাদ্য সামগ্রী প্যাকেজিং, বহন ইত্যাদির জন্য অর্থ বরাদ্দ।
৫) শিক্ষক সমিতির প্রতিনিধি দের নিয়ে মিটিং করা।
সমিতির জেলা সহ সম্পাদক সৌমিত্র পট্টনায়েক এর নেতৃত্বে প্রতি নিধি দল ডেপুটেশন দেন।
জেলা সম্পাদক সতীশ সাউ বলেন, পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে আলু ও ছোলার দাম দেওয়া হচ্ছে। কেজি প্রতি ৩২ টাকা এবং ৬৫ টাকা। অথচ পূর্ব মেদিনীপুর জেলায় ২৮ টাকা এবং ৬০ টাকা। বারেবারে নির্দেশিকা পরিবর্তন করে স্কুল গুলিকে সমস্যায় ফেলা হচ্ছে। এই সব বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। পাশাপাশি তিনি শিক্ষক সমাজকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
See also  ডিডিসি ছাড়া জলে বানভাসি জামালপুরের বিস্তির্ণ গ্রাম - মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষয়ক্ষতি পরিদর্শনে আসছেন মন্ত্রী অরুপ বিশ্বাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি