আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজয়া সম্মিলনীর আয়োজন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজিত হতে চলেছে বরানগর নেতাজী কলোনি লোল্যান্ডের প্রাঙ্গণে। ২৩ ই অক্টোবর, সন্ধ্যে ৭ ঘটিকায় এই বিজয়া সম্মিলনী আয়োজন করা হয়েছে। বরানগর বিধানসভা বিধায়ক শ্রী তাপস রায় এবং কাউন্সিলর শ্রী দিলীপ নারায়ণ বসুর তত্ত্বাবধানে এদিনের এই বিজয়া সম্মিলনীর আয়োজন।

23 অক্টোবর 2012 সম্মিলনীর শুভক্ষণে নৃত্য পরিবেশনায় থাকবেন অভিনেত্রী এবং সমাজসেবিকা পায়েল সরকার। শুধু তাই নয়, বিজয়া সম্মেলনির মূল আকর্ষণ হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর লেখা বিখ্যাত গান “এই পৃথিবীর একই মাটি” এই থিমেই হবে নৃত্য পরিবেশন। নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী পায়েল সরকার। এদিনের এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বঞ্চিত করবেন গুণীজনেরা।

See also  Covid 19 সচেতনতায় পূর্ব বর্ধমান জেলার তৈলাড়া গ্রামে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি