সোমবার পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের উচালনের নন্দনপুরে আদিবাসী সংগঠনের উদ্যোগে সাঁওতালি ভাষা বিজয় দিবস পালিত হলো। ঐতিহ্য ও সংস্কৃতির আবহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল তীর ছুঁড়ে বিজয় দিবস পালন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু। তিনি তীর ছুঁড়ে বিজয় দিবসের সূচনা করেন এবং আদিবাসী সমাজের ভাষা ও সংস্কৃতি রক্ষার বার্তা দেন।
দেবু টুডু তাঁর বক্তব্যে বলেন, “সাঁওতালি ভাষা শুধু একটি ভাষা নয়, এটি আদিবাসী সমাজের আত্মপরিচয় ও সংস্কৃতির ধারক। এই ভাষার স্বীকৃতি আমাদের দীর্ঘ আন্দোলনের ফল। আগামী প্রজন্মের কাছে সাঁওতালি ভাষা ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব”। তিনি আরও বলেন, আদিবাসী সমাজের শিক্ষা, সংস্কৃতি ও অধিকার রক্ষায় রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে এবং সাঁওতালি ভাষার বিকাশে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দিনভর এই অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে ঘিরে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাঁওতালি ভাষা বিজয় দিবস পালনকে কেন্দ্র করে নন্দনপুর এলাকায় উৎসবের আমেজ দেখা যায়।







