আর মাঝের কয়েকটা দিন পেরোলেই দীপাবলীর আলোর রোশনাই নিয়ে মেতে উঠবে আপামর বাঙালি। কালীপুজোর প্রাক্কালে কালীকথা নামক এক নৃত্যনাট্য এর আয়োজন করল রাত্রি দাস এবং জ্যোতির ড্যান্স ট্রুপ। কালী পুজোর আনন্দে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সামিল হলেও অনেকেই হয়তো জানেন না দেবী কালিকা উদ্ভবের কথা। মা ঠাকুমাদের মুখে কিছু কিছু শুনলেও স্বচ্ছ ধারণা খুব কম মানুষেরই রয়েছে। তাই গত ৩০ই অক্টোবর বিকেল ৬ ঘটিকায় কালী কথা নামক নৃত্যনাট্য এর আয়োজন করা হয়।
দেবী কালীর উদ্ভব এবং পুরো জীবনের বিস্তারিত বর্ননাকে নৃত্যনাট্যে রূপ দিয়ে মঞ্চস্থ করলেন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষরা। মাত্র কয়েকদিন পরেই দীপাবলি তথ্য কালীপুজো। কিন্তু দীপাবলি আর কালীপুজো কেনো পালন করি আমজনতা। তারই বিস্তারিত বিবরণ আজ চোখের সামনে ফুটে উঠল ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের পরিবেশিত নৃত্যনাট্য এর মধ্যে দিয়ে। তথাকথিত সভ্য সমাজে বাস করেও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন ভাবে সামাজিক অনুষ্ঠান থেকে বঞ্চিত হতে হয়।
কখনো কখনো অপমানের মুখোমুখি দাঁড়াতে হয় তাদের। সৃষ্টির আদি রূপকে নৃত্যনাট্য এর মধ্যে দিয়ে কিভাবে তুলে ধরতে হয় শিখিয়ে দিলেন তারা। এদিনের স্বর্ণালী সন্ধ্যায় বিশিষ্ট নৃত্য শিল্পীদের পাশাপাশি টেলি অভিনেত্রী এবং বিশিষ্ট সমাজ সেবিকা পায়েল সরকারের উপস্থিতি ছিল বিশেষ উল্লেখযোগ্য। রাত্রি এবং জ্যোতির ডান্স ট্রুপের পক্ষ থেকে কালীকথার শ্রেষ্ঠ সম্মান দেওয়া হলো অভিনেত্রী পায়েল সরকারকে।