আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অভিমন্যু মিশ্রের দাপট: বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকে হারিয়ে ইতিহাস গড়ল ১৬ বছরের প্রবাসী ভারতীয়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ফিডে গ্র্যান্ড সুইসে বড় ধাক্কা খেলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। পঞ্চম রাউন্ডে আচমকা হেরে যান অভিমন্যু মিশ্রের কাছে। ভারতীয় নাম থাকলেও, আসলে তিনি আমেরিকার দাবাড়ু। গুকেশকে হারিয়ে অভিমন্যু ১৬ বছরের বিশ্বরেকর্ড গড়েছেন।

গতবছর সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ডি গুকেশ। তারপর থেকে তাঁর কেরিয়ার কিছুটা ওঠা-নামা খেয়েছে। আর অভিমন্যুর কাছে হার ১৯ বছর বয়সি গুকেশের জন্য বড় ধাক্কা। তবে অভিমন্যু বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ায় এই জয়ের গুরুত্ব বেশি।

গেমের ১২তম চাল থেকে গুকেশ সমস্যায় পড়েন। ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের ঘুঁটি দিয়ে জয় নিশ্চিত করেন। আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও গুকেশের শেষ পর্যন্ত প্রতিরোধ সম্ভব হয়নি। ৬১ চালে ম্যাচ জিতে নেন অভিমন্যু।

তবে অভিমন্যু কেরিয়ারের সম্ভবত সেরা ম্যাচ জিতেও সন্তুষ্ট নন। তিনি বলেছেন, “আমি জিতলেও আগের ম্যাচের মতো ভালো খেলিনি। এই ম্যাচটা নির্ভুলভাবে জিততে পারিনি। তবে টুর্নামেন্ট যে এতটা ভালো কাটবে, তা আশা করিনি। যদি আমি এই ফর্মটা ধরে রাখতে পারি, তাহলে হয়তো টুর্নামেন্ট জিততে পারব। এর আগে আমি প্রজ্ঞানন্দের বিরুদ্ধে অনেকগুলো ভুল করেছি। কিন্তু গুকেশ বা প্রজ্ঞানন্দের মতো প্লেয়ারদের বিরুদ্ধে নামতে আমি কখনও ভয় পাইনি। আমার মতে, আমি ওদের সমানে-সমানে টক্কর দিতে পারি।”

শুধু গুকেশ নন, রমেশবাবু প্রজ্ঞানন্দও ধাক্কা খেলেন। তিনি জার্মানির ম্যাথিয়াস ব্লুবাউমের কাছে হেরে গেছেন।

See also  এবার ক্যানিং থেকে গ্রেফতার এক বাংলাদেশী,তোলপাড় রাজ্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি