ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট শহরের ছেতানী মাঠপাড়ার, সংগতি পল্লীতে । মৃত যুবকের নাম বরুণ(আপু) মন্ডল, বয়স ৩৭। পিতা- মন্টু মন্ডল । মৃত যুবকের স্ত্রীর নাম পিঙ্কি মন্ডল, একটি সাত বছরের মেয়ে রয়েছে এবং গর্ভবতী অবস্থায় রয়েছে মৃতের স্ত্রী। খবর সূত্রে জানা গেছে বা পরিবারের একটাই বক্তব্য যে লকডাউনের জন্য অনেকদিন ধরেই কর্মহীন অবস্থায় ছিলেন এবং কিছুটা হলেও মানসিক চাপে ছিলেন, যার ফলে আর্থিক সংকট হয়েছিল পরিবারে, বেশ কিছু ঋণ ছিল বাজারে ,যেগুলি না মেটাতে পাড়ায় এই পথ বেছে নেন বরুণ এবং পরিবার সূত্রে জানা যায় পারিবারিক কোনো অশান্তি বা পাড়াতে কোন অশান্তি সেরকমভাবে ছিলনা । শুধু মাত্র একটাই কারণ, এই লকডাউনের জন্য কর্মহীন হয়ে পড়ায় ঋণ হয়েছিল বাজারে বেশ কিছু যার ফলে এই পথ অবলম্বন করেছে। গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ, তবে বরুন যখন আত্মঘাতী করে তার আগে তার জায়গায় ফোন করে জানো কে ফোন করে বলে যে আমাকে আর পাবেন না তারপর থেকে পরিবারের খোঁজাখুঁজি শুরু হয়ে যায় বরং কে শেষমেষ রাত নটায় তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অর্থাৎ আখিরা মোড়ে একটি গাছে গলায় দড়ি নাই এবং ঘটনাটি সম্পদ থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং আজকে তার ময়নাতদন্ত হয় রামপুরহাট মেডিক্যাল হসপিটালে l