আবারো এক পরিযায়ী শ্রমিক মারা গেল ভিন রাজ্যে,
এক তরতাজা যুবকের প্রাণ গেল বৈদ্যুতিক শক লেগে।
ঘটনা চেন্নাই এ। ঘটনা ঘটেছিল গত পরশুদিন।
গতকাল মৃতদেহ ময়না তদন্ত হয় চেন্নাইতে।
এরপর প্লেনে করে সেই দেহ আনা হয় আজ ভোরে তার মৃতদেহ এসে পৌঁছায় গ্রামে।
মৃতদেহ গ্রামে আসতেই গোটা গ্রামের শোকের ছায়া।

এলাকায় কাজ না থাকার জন্য ভিন রাজ্যে গিয়েছিল রাজমিস্ত্রির কাজে ।
বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এক যুবক নাম রাকেশ শেখ।।
উল্লেখ্য গত ছয় মাস আগে রাকেশ শেখ ও তার বন্ধু উজ্জল শেখ।
গত দু মাস আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছিল উজ্জল শেখ।
আর গত পরশু মারা গেল রাকেশ শেখ।
দুজনে এক সঙ্গে গেলেও পৃথক পৃথকভাবে গ্রামে এলো দুইজনের মৃতদেহ।
দুজনেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল।
তাই রাকেশ শেখের বাড়িতে মঙ্গলকোট অঞ্চলের সমস্ত তৃণমূল নেতৃত্ব গিয়ে পরিবারকে সমবেদনা জানাই।
উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক, মঙ্গলকোট অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি মীহির ঘোষ, জেলা পরিষদের সদস্য সাচ্চু এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।