প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৮ জুন
বিজেপি মুখপত্র নুপুর শর্মার অপ্রীতির মন্তব্য
নিয়ে সম্প্রতি উত্তাল হয়ে গোটা দেশ। তাঁর অাঁচ এই পশ্চিম বাংলাতেও পড়ে ।অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলার বেশ কিছু জেলা।কিন্তু
সম্প্রীতির পাঠস্থান হিসাবে পরিচিত বাংলার
কোন মানুষই একে অপরের প্রতি বিদ্বেষ মূলক মনোভাব নিয়ে চলতে রাজি নন। বরং তাঁরা চান পারষ্পরিক স্নেহ ও সৌভ্রাতৃত্বের বন্ধন ।
এই বার্তা ছড়িয়ে দিতে সর্বধর্ম সম্প্রদায়ের
মানুষকে সঙ্গে নিয়ে শনিবার মন্দির , মসজিদ , গির্জা ও গুরদুয়ারার ট্যাবলো সহ র্যালি
অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের জামালপুরে ।
দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে পা মেলান সকল ধর্মের মানুষজন ।যে র্যালির আয়োজক জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি । তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জামালপুরের বাসিন্দারা ।
এদিন জামালপুরের হালাড়া মোড় থেকে শুরু হয় মন্দির , মসজিদ , গির্জা ও গুরদুয়ারার
ট্যাবলো সহ পদযাত্রা । সেই পদযাত্রায় হিন্দু ,
মুসলিম , শিখ ,খ্রীষ্টান সহ বিভিন্ন ধর্মাবল্মি
মানুষজন পা মেলান । পদ যাত্রা জামালপুর
থানা মোড়ের কাছে এসে শেষ হয় । সেখানে
অনুষ্ঠিত পথ সভা থেকে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষজন নুপুর শর্মার বক্তব্যের নিন্দা করেন । পাশাপাশি এই বাংলায় শান্তি ও সম্প্রীতির ঐক্য অক্ষুন্ন রাখার আহ্বানও জানান ।
জনকল্যাণ সোসাইটির অন্যতম কর্ণধার মেহেমুদ খান বলেন ,“এই বাংলা সর্ব ধর্ম সম্প্রদারের মানুষের মিলন ক্ষেত্র। কারুর কোন প্ররোচনাতে সেই মিলন ক্ষেত্রকে আমরা
অশান্তির ক্ষেত্র হতে দেব না।এই শপথই
আমাদের নিতে হবে।সর্ব ধর্ম সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে হওয়া এদিনের বর্ণাঢ্য পদযাত্রার মধ্যদিয়ে সেই বার্তাই জন সমক্ষে তুলে ধরা হয়েছে “।